top of page
বিডিএস বুকস্টোর সম্পর্কিত বিষয়াদি

বিডিএস বুকস্টোর বিডিএস কোর্স এর স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষার্থীদের প্রয়োজনীয় কিছু ডিজিটাল বই এর সংগ্রহ। এর সকল কার্যক্রম বিনামূল্যে এবং শিক্ষার কাজে নিবেদিত।

বর্তমান সময়ে রেফারেন্স বইসমূহ তত্বীয় শিক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক ক্ষেত্রেই সকল বই কেনার ক্ষমতা সবার থাকে না। তাই আমি বিভিন্ন স্থান থেকে অনেক সহায়ক এবং টেক্সক্ট বই এর পিডিএফ ভার্সন সংগ্রহ করেছি এবং তাদের নির্দিষ্ট বিভাগে বিন্যস্ত করেছি যেন সহজেই তাদের খুজে বের করা এবং ডাউনলোড করা যায়। আমরা একই সাথে বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক জার্নাল এর সংগ্রহ রেখেছি । এই ওয়েবসাইটে সম্প্রতি বিডিএস স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য একটি ভিডিও সংগ্রহশালাও তৈরী করা হয়েছে। 

এই ওয়েবসাইটটি কিভাবে ব্যবহার করবেনঃ

১. আপনি এই ওয়েবসাইটের সকল কিছু বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন।

২. বইগুলো বিভিন্ন বিভাগে বিন্যস্ত আছে যা আপনারা "সকল বই" এবং হোম পেজে দেখতে পাবেন।

৩. কোন বই খুজে পেতে দয়া করে ওয়েবসাইটের ভাষা ইংরেজি করে নিন।

৪. বইগুলোকে "গুগোল ড্রাইভে" আপলোড করা হয়।

৫. বই এর নাম, লেখক, প্রকাশক ও প্রকাশনার তারিখ আপনি সার্চ ট্যাবে খুঁজতে পারবেন।

৬. যে সব বই ১০০ মেগাবাইট এর কম সাইজের, তাদের আপনি গুগোল ড্রাইভ থেকেই সরাসরি পড়তে পারবেন, কিন্তু যারা ১০০ মেগাবাইটের বেশি, সেগুলো পড়তে হলে আপনাকে সেগুলো ডাউনলোড করতে হবে।

৭. আপনি এই ওয়েবসাইটে নিজের একাউন্ট ও তৈরী করতে পারবেন এবং একাউন্ট তৈরী করলে আপনি নিম্নোক্ত সুবিধাগুলো পাবেনঃ

    ক. আপনি আপনার প্রিয় এবং প্রয়োজনীয় বইগুলো আপনার একাউন্টের সাথে "পিন"                  করে রাখতে পারবেন।

    খ. আপনি বইগুলোর সাথে আপনার মন্তব্য জুড়ে দিতে পারবেন।

    গ. নতুন কোন বই যুক্ত হওয়ার সাথে সাথেই আপনি ইমেইল এর মাধ্যমে নোটিফিকেশন               পাবেন।

    ঘ. অন্যান্য পাঠকদের আপনি ফলো করতে পারবেন এবং তারাও আপনাকে ফলো করতে           পারবেন।

৮. আপনি আপনার জিমেইল আইডি অথবা ফেসবুক একাউন্ট এর মাধ্যমে একাউন্ট তৈরী করতে পারবেন। এদের কোনটিই আপনার নাম, ইমেইল আইডি এবং ছবি ছাড়া অন্য কোন ব্যক্তিগত তথ্য আমাদের পাঠাবে না। যদি আপনার এগুলো না থাকে, তাহলে আপনি অন্য কোন ইমেইল সেবা ব্যবহার করেও এখানে একাউন্ট তৈরী করতে পারবেন।

৯. আপনি নিচের ডান কোনায় অবস্থিত মেসেজ আইকনটি ক্লিক করে এডমিন এবং মরডারেটর এর সাথে যোগাযোগ করতে পারবেন। 

১০. আপনি কোন বই চেয়ে অনুরোধ করতে পারবেন কিংবা কোন অসংগতি চোখে পড়লে তা আমাদের জানাতে পারবেন।

১১. আপনি কোন বই প্রিন্ট করতে চাইলে সরাসরি গুগোল ড্রাইভ থেকেই প্রিন্ট করতে পারবেন।

১২. ভিডিও সেকশনে ইউটিউব থেকে সংগৃহিত কিছু ভিডিও যুক্ত করা হয়েছে এবং পাঠকদের সুবিধার জন্য এগুলোকে বিভিন্ন বিভাগে বিন্যস্ত করা হয়েছে। আপনারা যেকোন বিষয়ের ভিডিও, সংশ্লিষ্ট বিভাগে গিয়ে একত্রে দেখতে পারবেন। 

১৩. দয়া করে আমাদের Terms and services এবং privacy policy দেখে নিন এবং আপনার অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন থাকুন।

বৈধ তথ্যাদিঃ

এই ওয়েবসাইটে রাখা কোন বই এবং ভিডিওর কপিরাইট বিডিএস বুকস্টোরের নেই। এই ওয়েবসাইটটি শুধুমাত্র বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা পিডিএফ, ডিজিটাল বই এবং ভিডিও একত্র করে থাকে। যদি কোন বই এর সত্বাধিকারী মনে করেন এই কাজটি অনুচিত, তবে বিডিএস বুকস্টোর তার চিন্তাকে সম্মান করতে সাথে সাথেই ব্যবস্থা গ্রহন করবে। সেক্ষাত্রে যথোপযুক্ত ভাবে আমাদের সাথে যোগাযোগ করুন।

এই ওয়েবসাইটের মত আর কিছু ওয়েবসাইটও একই সুবিধা প্রদান করে। তাই পরিস্কারভাবে জানিয়ে দেয়া যাচ্ছে যে, তাদের সাথে বিডিএস বুকস্টোরের কোনরুপ প্রতিযোগীতা বা প্রতিদ্বন্দ্বিতা নেই।

আশাকরি এই ওয়েবসাইটটি আপনার সময়কে যথাযত মূল্যায়ন করবে। দয়া করে এই ওয়েবসাইট এবং আমাদের ফেসবুক পেজ এর লিংক আপনার বন্ধু, সহপাঠি এবং সহকর্মীদের জানাবেন। ধন্যবাদ।

ডাঃ সুকান্ত হালদার আকাশ

পরিচালক, উদ্ভাবক

bottom of page